মোঃ মোস্তফা রাহমান verified icon

প্রভাষক

চারটি ভিন্ন ভিন্ন ক্যারিয়ার ও রিমোট জব সম্বন্ধে জেনে নেওয়া যাক:

চারটি ভিন্ন ভিন্ন ক্যারিয়ার ও রিমোট জব সম্বন্ধে জেনে নেওয়া যাক:

✅প্রথমে আসি কি কি শিখতে হবে-

১.ওয়েব ডিজাইনার হতে হলে 
1.HTML
2.CSS
3.BOOTSTRAP (CSS Framework)
4.BASIC JAVASCRIPT

২.ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে হলে
 1.HTML
 2.CSS
 3.TAILWIND/ BOOTSTRAP
 4. Advance JavaScript
 5.React ( Front end framework)

৩.ব্যাক এন্ড ডেভেলপার হতে হলে
1.Advance JavaScript (ES6)
2.Node.js
3.Express.js (Back end framework)
4.MongoDB/SQL (Database)

যে ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ড ২ টাই পারে তাকে ফুল স্ট্যাক ডেভেলপার বলে 

উপরের বর্ণিত টেকনোলজি গুলো খুবই জনপ্রিয়  বর্তমানে ওয়েবসাইট তৈরি করতে বা ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে

কেউ চাইলে  NextJS with Prisma  এর মাধ্যমে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখে ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারে এটিও বর্তমানে বহুল ব্যবহৃত একটি জনপ্রিয় মাধ্যম।

🟩#এখান থেকে যে কোন ১ টি ক্যারিয়ার বাছাই করে , কাজ বা ইনকাম শুরু করা যায় চাকরিজীবী বা ফ্রীলান্সার হিসেবে ….

✅এই ক্যারিয়ার বা কাজগুলো শিখতে কেমন সময় লাগতে পারে?

🕟সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সময়:

🟪 ১. ওয়েব ডিজাইন = (৩-৬ মাস)

**ওয়েব ডিজাইন শেখার পর কারো যদি মনে হয় আমি পরবর্তীতে উচ্চ স্যালারির পদগুলোতে যেতে চাই তাহলে পরবর্তী স্টেপগুলোতে যেতে পারে **

🟦 ২. ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট = (৬ থেকে ৮ মাস)

🟩 ৩. ব্যাক এন্ড ডেভেলপমেন্ট = (৬ মাস থেকে ৮ মাস)

🟥 ৪.ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট = (৮ মাস থেকে ১ বছর)

তাই সময়কে কাজে লাগানো উচিত সময়কে অপচয় না করে ইনভেস্ট করার মাধ্যমে দক্ষতায় রূপান্তর করা স্মার্ট পিপলের কাজ কারণ আমরা শিক্ষিত বেকার চাইনা,

✅এই যাত্রায় কারা সফল হবে?
🟩 যারা লেগে থাকতে পারে‌।
🟪 যাদের নতুন কিছু শেখার আগ্রহ বা মাইন্ডসেট রয়েছে।
🟫 যারা এডাপ্ট হতে পারে যে কোনো পরিস্থিতিতে
🟪 যারা পরিশ্রমকে জ্বালানি হিসেবে নিতে জানে,

সর্বোপরি যাই করিনা কেন,কাজটি যদি উপভোগ এর সাথে করা হয় এতে অবশ্যই মহান রব সাহায্য করেন।

এবার আসা যাক-
✅স্যালারী কেমন হতে পারে তার একটি ধারণা এভারেজভাবে দেখানো হয়েছে বস্তুত আরো বেশী হতে পারে দক্ষতা অনুযায়ী –
/Sallery Per Month/

1.web designer
expected salary:
 ($300-500)

2.front-end developer
expected salary:
($500-800)

3.Back-end developer
expected salary:
($500-1200)

4.Full stack developer
 expected salary:
($600-1500)

All the best for your journey

“Be hard work with your passion”
___Mustafa Rahman

অন্য সকল শিক্ষকদের পোস্টঃ

Copyright © mifm || মাদবারহাট ইসলামিয়া ফাযিল মাদরাসা All rights reserved | Developed by Mustafa Rahaman